০-৪৫ দিন বয়সী সকল শিশুর জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পূর্ণ ফ্রি!
এ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ- +8801717 158532 নম্বরে।
১) স্বাস্থ্যকর্মী কর্তৃক শিশুর টিকাদান কার্ডের সত্যায়িত ফটোকপি অথবা
মেডিকেল কর্তৃক শিশুর জন্ম সনদ/প্রত্যয়নের সত্যায়িত ফটোকপি (বাধ্যতামূলক)।*
২) শিশুর পিতার ডিজিটাল (বাংলা ও ইংরেজি) জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (বাধ্যতামূলক)।*
৩) শিশুর মাতার ডিজিটাল (বাংলা ও ইংরেজি) জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (বাধ্যতামূলক)।*
৪) শিশুর বাবার আইডি কার্ডের ফটোকপি (যদি থাকে) অথবা jsc/ssc সনদের ফটোকপি।
৫) শিশুর মায়ের আইডি কার্ডের ফটোকপি (যদি থাকে) অথবা jsc/ssc সনদের ফটোকপি।
৬) হোল্ডিং নম্বর/বাড়ির নম্বর (বাধ্যতামূলক)।*
৭) হালনাগাদ পরিশোধিত ইউপি ট্যাক্স রশিদের ফটোকপি (বাধ্যতামূলক)।*
৮) শিশুর ১ কপি পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি।
১) চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পত্র (বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক
স্বীকৃত এমবিবিএস বা তদূর্ধ্ব ডিগ্রিধারী) বা সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী,
জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এর সত্যায়িত ফটোকপি (বাধ্যতামূলক)।*
২) শিশুর পিতার ডিজিটাল (বাংলা ও ইংরেজি) জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (বাধ্যতামূলক)।*
৩) শিশুর মাতার ডিজিটাল (বাংলা ও ইংরেজি) জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (বাধ্যতামূলক)।*
৪) শিশুর বাবার আইডি কার্ডের ফটোকপি (যদি থাকে) অথবা jsc/ssc সনদের ফটোকপি।
৫) শিশুর মায়ের আইডি কার্ডের ফটোকপি (যদি থাকে) অথবা jsc/ssc সনদের ফটোকপি।
৬) হোল্ডিং নম্বর/বাড়ির নম্বর (বাধ্যতামূলক)।*
৭) হালনাগাদ পরিশোধিত ইউপি ট্যাক্স রশিদের ফটোকপি (বাধ্যতামূলক)।*
৮) শিশুর ১ কপি পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি।
আপনার শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করানো বাধ্যতামূলক।
তাই শিশুর জন্মের পূর্বেই প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে রাখুন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS